প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 25, 2025 ইং
বিশ্বকাপ প্রস্তুতিতে ব্যস্ততা শুরু বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের

দীর্ঘ প্রায় দুই মাস মাঠের বাইরে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আবারও ব্যস্ত হয়ে উঠছে বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে। আগামী বছরের শুরুর দিকে নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপ সামনে রেখে একের পর এক সিরিজ খেলবে যুবারা।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার জানিয়েছেন, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১১ জুলাই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সফরের শুরুতে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। এরপর দুই দলই অংশ নেবে জিম্বাবুয়েতে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে। এই সিরিজে অংশ নেবে জিম্বাবুয়ে, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ আয়োজক দেশগুলোর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিসিবি।
“বিশ্বকাপের কন্ডিশন বুঝে নেওয়ার জন্য এই সফরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ,” বলেছেন কায়সার। “ত্রিদেশীয় সিরিজে খেলে কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হতে পারবে ছেলেরা। বিশ্বকাপের আগে ক্যাম্প করলে শরীরিক ও মানসিক ক্লান্তির ঝুঁকি থাকে। তাই আগেভাগে ম্যাচ খেলেই প্রস্তুতি নিতে চাচ্ছি আমরা।”
এরপর সেপ্টেম্বরের শেষ দিকে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দল। সফর শেষে দেশে ফিরে অনুষ্ঠিত হবে দীর্ঘমেয়াদি প্রস্তুতি ক্যাম্প। ক্যাম্প চলাকালেই দেশে একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির, যদিও প্রতিপক্ষ দল এখনও চূড়ান্ত হয়নি। সবশেষে, নেপালে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ।
গত এক বছরে অনূর্ধ্ব-১৯ দল ১০টি ওয়ানডে খেলেছে। পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপের আগে আরও ২০টির বেশি ম্যাচ খেলানোর লক্ষ্য বিসিবির।
এই বিশাল পরিকল্পনার অংশ হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে প্রস্তুতি ক্যাম্প, যেখানে অংশ নিচ্ছে জাওয়াদ, আজিজুলসহ সম্ভাবনাময় তরুণরা। ৮ জুলাই পর্যন্ত চলবে এই ক্যাম্প।
বাংলাদেশ যুবারা বিশ্বমঞ্চের লড়াইয়ের আগে এবার প্রস্তুত হবে ধারাবাহিক আন্তর্জাতিক সিরিজে, কন্ডিশন আর আত্মবিশ্বাস—দুয়েরই পরীক্ষা সেরে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ