প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 25, 2025 ইং
এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, এবার পরীক্ষার্থী ১২ লাখের বেশি

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হচ্ছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এবার অংশ নিচ্ছে ১২ লাখ ৫১ হাজার ৫০৫ জন, যা গত বছরের চেয়ে ৮১ হাজার কম।
সারাদেশে ২,৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাধারণ বোর্ডে ১০ লাখ ৫৫ হাজার, মাদ্রাসায় ৮৬ হাজার ও কারিগরিতে ১ লাখ ৯ হাজার পরীক্ষার্থী রয়েছে।
সতর্ক প্রশাসন, নিরাপত্তায় জোর
ঢাকা শিক্ষা বোর্ড ৩৩ দফা নির্দেশনা জারি করেছে। প্রশ্নপত্র বহনে পুলিশ ও ট্যাগ অফিসার বাধ্যতামূলক। কেন্দ্রে সিসিটিভি, তিন ফুট দূরত্বে বসানো, নকল রোধে পোস্টার, বাইরে জনসমাগম নিয়ন্ত্রণ ও মাইকিং থাকবে।
পরীক্ষার্থীদের জন্য কড়া নির্দেশনা
কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে উপস্থিতি বাধ্যতামূলক। ওএমআর ফরমে তথ্য ভুল হলে বাতিল। তত্ত্বীয়, ব্যবহারিক ও এমসিকিউ—সব অংশে আলাদাভাবে পাস করতে হবে।
কঠোর নজরদারি ও কোচিং সেন্টার বন্ধ
প্রশ্নফাঁস ঠেকাতে ১৫ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
স্বাস্থ্যবিধি মানতে হবে
মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। সামাজিক যোগাযোগমাধ্যমেও গুজব রোধে মনিটরিং চলবে।
শান্তিপূর্ণ পরীক্ষার অঙ্গীকার
শিক্ষা বোর্ড জানিয়েছে, এবার কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ