প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 24, 2025 ইং
মাদকের টাকা জোগাতে ৩১ হাজার টাকায় সন্তান বিক্রি।

শুধু মাদক কেনার টাকা জোগাড় করতে দেড় মাস বয়সী ছেলেকে প্রতিবেশীর কাছে ৩১ হাজার টাকায় বিক্রি করে দিলেন এক বাবা! শরীয়তপুর সদর উপজেলার চরপালং এলাকায় সোমবার দুপুরে ঘটে এই ঘটনা, যা জানাজানি হতেই জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করেন এক প্রতিবেশী। পুলিশ রাতেই শিশুটিকে উদ্ধার করে দেয় দাদা-দাদির জিম্মায়।
শিশুটির বাবা ইব্রাহীম হাওলাদার (বাড়ি: ফতেজঙ্গপুর, নড়িয়া উপজেলা) দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। এ কারণে দেনায় ডুবে গিয়ে নিজের রক্ত-মাংসের সন্তানকেই বিক্রি করেন তিনি। স্ত্রী শ্রাবণীর সম্মতিতেই শিশুটিকে তুলে দেন পাশের ফ্ল্যাটে থাকা দম্পতি ইকবাল ও মুক্তার হাতে।
ঘটনার পর স্থানীয় একজন ৯৯৯-এ ফোন করলে পালং মডেল থানার পুলিশ অভিযান চালায়। শিশুটিকে উদ্ধার করা হয় এবং ইব্রাহীম ও তাঁর স্ত্রীকে আটক করা হয়। পরে শিশুর দাদা শওকত হাওলাদার ও দাদি ঝর্ণা বেগম থানায় এসে মুচলেকা দিয়ে তাঁদের ছাড়িয়ে নেন।
ইব্রাহীম বলেন, ‘মাদক সেবন ও বিক্রির কারণে অনেক ঋণ হয়েছিল। টাকা জোগাড় করতে না পেরে ছেলেকে বিক্রি করি।’
তাঁর বাবা শওকত হাওলাদার বলেন, ‘আমার ছেলে মাদকাসক্ত হয়ে পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। সে নাতিকে বিক্রি করে দেবে, তা কল্পনাও করিনি।’
শিশুটিকে নেওয়া ইকবাল বলেন, ‘আমার তিনটা মেয়ে। স্ত্রী ছেলের জন্য কাঁদতেন। ইব্রাহীম নিজেই ছেলেকে লালন-পালনের শর্তে আমাদের দেন। আমরা কিছু টাকা দিই। পরে স্থানীয়দের আপত্তিতে শিশুটিকে পুলিশের কাছে হস্তান্তর করি।’
পালং থানার ওসি হেলাল উদ্দিন জানান, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। ইব্রাহীম মাদকাসক্ত, পরিবারও তা স্বীকার করেছে। লিখিত অভিযোগ না থাকায় মামলা হয়নি।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ