প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 24, 2025 ইং
রুয়েটে সিএমই বিভাগের তিন ব্যাচের শিক্ষার্থীদের নতুন পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির দাবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএমই) বিভাগে নিজেদের ব্যাচকে নতুন পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ক্লাস ও পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন ২০২১, ২০২২ ও ২০২৩ সিরিজের শিক্ষার্থীরা।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিভাগের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
তাঁদের অভিযোগ, চলতি বছরের মে মাসে বিভাগের নাম ও পাঠ্যক্রম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হলেও তা শুধু ২০২৪ সিরিজ এবং পরবর্তী ব্যাচের ক্ষেত্রে প্রযোজ্য। আগের ব্যাচগুলোর শিক্ষার্থীরা এতে বঞ্চিত হচ্ছেন।
২০২১ সিরিজের শিক্ষার্থী আহসান হাবিব বলেন, “চাকরি ও উচ্চশিক্ষায় সুবিধার জন্য এই পরিবর্তন গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের অন্তর্ভুক্ত না করে বৈষম্য করা হচ্ছে।”
শিক্ষার্থীরা জানান, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও কার্যকর কোনো উদ্যোগ না পাওয়ায় তাঁরা আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।
এ বিষয়ে বিভাগীয় প্রধান অধ্যাপক বদিউল ইসলাম বলেন, বিষয়টি একাডেমিক কাউন্সিলের অধীনে। সিদ্ধান্ত পেতে সময় লাগবে, সেটা শিক্ষার্থীদের বোঝা উচিত।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ