প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
মাদারীপুরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ

মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার পর হঠাৎ এই বিস্ফোরণের শব্দে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং এলাকায় নিরাপত্তা জোরদার করে। বিস্ফোরণের কারণ ও কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করছে পুলিশ।
প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের দোকানপাটের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকান বন্ধ করে দেয়।
পুলিশ বলছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের শনাক্তে অভিযান
মাদারীপুর প্রতিনিধি
বেলায়েত হাওলাদার
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ