প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2025 ইং
ধানের শীষে থাকছেন না দুদু, বাতিল মনোনয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পর বিএনপির অনেক হেভিওয়েট নেতা মনোনয়ন না পাওয়ায় গুঞ্জন তৈরি হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যিনি কেন্দ্রীয় রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
সমর্থকদের ধারণা ছিল, দুদু এবারও মনোনয়ন পাবেন। কিন্তু চূড়ান্ত তালিকায় তার নাম না থাকায় তারা অবাক হয়েছেন। এই আসন থেকে ধানের শীষে ভোট দেবেন মো. শরীফুজ্জামান।
৫ আগস্টের পর দুদুর একটি বক্তব্য বিতর্কের জন্ম দেয় এবং দলের অভ্যন্তরে সমালোচনারও মুখে পড়েন। এরপর তাকে সতর্ক করা হলেও, মনোনয়ন পাওয়া হয়নি-যা সমর্থকদের জন্য ছিল অপ্রত্যাশিত।
দুদুর রাজনৈতিক যাত্রা দীর্ঘ। তিনি ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে চুয়াডাঙ্গা-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং একই বছরের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বিজয়ী হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ১৯৮৫ ও ১৯৮৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এরপর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্বেও ছিলেন। বর্তমানে তিনি দলের ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ