প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2025 ইং
আবুল কালাম আজাদের পরিবারকে ২ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে নাঃ হাইকোর্টের রুল

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের নিচ দিয়ে হাঁটার সময় ওপরে থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে গুরুতর আহত পথচারী আবুল কালাম আজাদ মারা গেছেন। মাথায় প্রবল আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে আবুল কালাম আজাদের পরিবারের পক্ষে রিট করা হয়েছিল। তবে বুধবার (২৯ অক্টোবর) হাইকোর্টের বেঞ্চ-যা বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান সমন্বয়ে গঠিত-পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণের প্রস্তাব মঞ্জুর করবেন না বলে রুল জারি করেছেন।
তবে আদালত মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। কমিটিকে মেট্রোরেল ও সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান এবং নিরাপত্তা যাচাই করতে বলা হয়েছে।
রিট আবেদনে উল্লেখ করা হয়েছিল, বিয়ারিং প্যাডের ত্রুটির কারণে যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। আদালতের রুলে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে, যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা একান্ত জরুরি।
এভাবে, এক তরুণের প্রাণ চলে গেলো, তার পরিবার হারালো প্রিয়জন, আর দেশের দ্রুত বর্ধমান মেট্রো ও অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কবার্তা উঠল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ