প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 24, 2025 ইং
নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগের গুঞ্জন ভিত্তিহীন: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দল থেকে পদত্যাগ করেছেন—এমন গুঞ্জন সম্প্রতি সামাজিক ও প্রচারমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গুঞ্জনের ভিত্তি হিসেবে বলা হয়েছিল, তিনি দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তবে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এসব তথ্যকে উড়িয়ে দিয়েছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, নাসীরুদ্দীন পাটওয়ারী এখনও দলের সঙ্গে আছেন এবং সম্প্রতি নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত দায়িত্বও পালন করেছেন। সিফাত বলেন, "মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি দলের বিভিন্ন উইংয়ের দায়িত্বও চালিয়ে যাচ্ছেন। তাঁর পদত্যাগ বা দল থেকে অব্যাহতির খবর সম্পূর্ণ অসত্য।"
এই বিবৃতির মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, সামাজিক ও গণমাধ্যমে ছড়ানো পদত্যাগ সংক্রান্ত খবর ভিত্তিহীন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ