প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2025 ইং
বিমানবন্দরে মোট ৩৬ টি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বিষয়টি দুপুর সাড়ে তিনটার দিকে নিশ্চিত করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ।
এর আগে দুপুর প্রায় ২টা ১৫ মিনিটে কার্গো ভিলেজের আমদানি পণ্য মজুত এলাকার একাংশে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আরও ৬টি ইউনিট পরে সেখানে যোগ দেয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পরপরই বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, বাংলাদেশ বিমান বাহিনীর অগ্নিনির্বাপক দল এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
অগ্নিকাণ্ডের ঘটনায় আপাতত বিমান ওঠানামা বন্ধ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তা পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ