প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2025 ইং
জরিপ ভোটের চূড়ান্ত ফল নির্ধারণ করে নাঃ রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রুমিন ফারহানা সম্প্রতি এক টকশোতে বলেছেন, ভোটের আসল ফলাফল শুধুমাত্র নির্বাচনেই ঠিকভাবে জানা যায়, জরিপ কখনো তা নির্ধারণ করতে পারে না। তিনি বলেন, নির্বাচন যত কাছে আসে, প্রতিটি দল তার সুবিধামতো বক্তব্য রাখবে। আমরা বিভিন্ন জরিপ দেখেছি। যেভাবেই প্রকাশিত হোক না কেন, বিএনপি সবসময় এগিয়ে থাকে। তবে এগিয়ে থাকা মানেই আসনে জয় নিশ্চিত নয়।
সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, বিএনপিকে ভোট দেবে ৪১ শতাংশ, আর জামায়াতের সমর্থন ৩১ শতাংশ। তবে রুমিন ফারহানা বলেন, এটি ব্যবধান মনে হয় অনেক, কিন্তু পিআর পদ্ধতিতে তেমন বড় কোনো পার্থক্য নয়। ২০০৮ সালের নির্বাচনের ফল দেখলেই বোঝা যায়, ভোটের ব্যবধান কম হলেও আসনে বড় ব্যবধান তৈরি হতে পারে। ৪১ শতাংশ ভোট খুবই শক্তিশালী সমর্থন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ বর্তমানে মাঠে নেই, তবে তাদের ভোটের অংশ বিতরণ হবে-কেউ জামায়াতকে, কেউ অন্য দলকে ভোট দেবে। যারা শুধু নৌকা প্রতীককে সমর্থন করেন, তাদের ভোট বাদ দিলে বাকিদের অনুপাত অনুসারে বিতরণ হবে।
জরিপে জামায়াতের সমর্থন বৃদ্ধি নিয়ে রুমিন ফারহানা বলেন, একটি জরিপ কখনো পুরো রাজনৈতিক চিত্র প্রতিফলিত করে না। জরিপের ফলাফল নির্ভর করে এলাকায়, বয়স, শিক্ষা, শহর-গ্রাম ও সমাজের বিভিন্ন স্তরে। তাই আসল নির্বাচনই মূল খেলা, এবং সেখানে অনেক কিছুই পরিবর্তিত হতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ