প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
প্রশাসনে ধর্মভিত্তিক প্রভাব বিস্তার: বিএনপির রিজভীর সতর্কবার্তা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের অনুগতদের নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি বলেন, এভাবে প্রশাসনের নিয়োগ হলে কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি।
শনিবার (৪ অক্টোবর) ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, গুরুত্বপূর্ণ পদে বসানো প্রশাসকরা কোনো নিরপেক্ষ সিদ্ধান্ত নেবে না। সরকার ও নির্বাচন কমিশনের উচিত এমন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া যারা দলীয় প্রভাবমুক্ত থেকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সক্ষম।
সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিকৃতি
দেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করতে বিভিন্ন চেষ্টা চলছে বলে অভিযোগ করেন রিজভী। তবে তিনি উল্লেখ করেন, দুর্গাপূজার সময়ে হিন্দু-মুসলমান সহ সকল ধর্মের মানুষ উৎসব উদযাপনে অংশগ্রহণ করেছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদরাসার শিক্ষার্থী এবং সাধারণ মানুষ মিলিতভাবে পূজামণ্ডপ পাহারা দিয়েছে। তিনি বলেন, এটাই আমাদের ঐতিহ্য, সম্প্রীতির ইতিহাস। কেউ আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারবে না।
ভারতের পূজা মণ্ডপে বিতর্কিত মূর্তি প্রসঙ্গে প্রতিক্রিয়া
রিজভী সমালোচনা করেন ভারতের পূজা মণ্ডপে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ কয়েকজন বিশ্বনেতার মূর্তি বিকৃত করার ঘটনায়। তিনি বলেন, ভারতের মতো সঙ্গীত ও শিল্পকলায় সমৃদ্ধ দেশে এমন নিম্নরুচির কাজ কল্পনাতীত। এটি অপসংস্কৃতির প্রতিফলন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ